ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক এমপি উইং কমান্ডার জহিরুল ইসলাম মারা গে‌ছেন

স্টাফ‌ রি‌পোর্টার ,কুতুব‌দিয়া

কক্সবাজার -২ (কুতুবদিয়া- মহেশখালী) আসনে সাবেক সংসদ সদস্য উইং কমান্ডার জহিরুল ইসলাম মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহ—-রাজিউন)। মঙ্গলবার ( ২ এ‌প্রিল ) রাত সাড়ে আটটায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ইন্তেকাল করেন তি‌নি।

 

আজ বুধবার বাদ জোহর ঢাকাস্থ জোয়ার সাহারা, কুড়িল ( যমুনা ফিউচার পার্কের বিপরীত পার্শ্ব) মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিমান বাহিনীর ক্যান্টনমেন্ট কবরস্থানে জহিরুল ইসলামকে সমাহিত করা হবে বলে পা‌রিবা‌রিক সূত্রে জানা গেছে।

 

উইং কমান্ডার জহিরুল ইসলাম ৩য় ও ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে কুতুব‌দিয়া – ম‌হেশখালী আস‌নে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

উইং কমান্ডার জহিরুল ইসলাম কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের সিকদার পরিবারের জন্ম গ্রহণ করেন।