ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে বাস- মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে বাস- মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ জন।

 

রবিবার ( ২৪ মার্চ) দুপুরে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা বাস ফুলপুরে আলকদি নামক স্থানে দাওয়া ইটভাটার সামনে পিছন থেকে ধাক্কা দেয় ফুলপুরের দিকে ছেড়ে আসা মোটরসাইকেলের উপর। এতে মোটরসাইকেলে আরোহী যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়।

 

আরেক জন কে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে ঘটনা স্থলে তাৎক্ষণিক পৌঁছে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স মোটরসাইকেলটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহী ২ জনের পরিচয় জানা যায়নি।

 

তদন্ত চলছে, পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা হবে জানায় ওসি মাহবুবুর রহমান।