নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ:
মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে মক্তবে পড়ুয়া নাঈম (১০) নামের ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।
নাঈম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার মৃত এলাহির মিয়ার ছেলে। সে আন্ধারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নাঈমের মামা আল আমিন বলেন, তিন দিন আগে নাঈমকে মাদরাসায় আমরা রেখে আসি কিন্তু দুই দিন পরে নিখোঁজ হলেও মাদরাসা শিক্ষকরা আমাদের জানায়নি। এক আত্মীয়ের ছেলে একই মাদরাসার ছাত্র, সে আমাদের জানায় নাঈমের মরদেহ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আছে।
হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম বলেন , মাদরাসাছাত্র নিখোঁজের বিষয়টি মাদরাসা থেকে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মা নদীতে একটি মরদেহ ভাসমান আছে এবং ফরিদপুর নৌ থানা পুলিশকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদপুর নৌ থানা ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে একটি টিম রওনা হয়েছে।