ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে আলেয়া জামান জামে মসজিদের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে আলেয়া জামান জামে মসজিদ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। শমশেরনগর হাসপাতালের ভূমিদাতা সারওয়ার জামান ও আলেয়া জামান নিজ ব্যয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। প্রকৌশলী মিজানুর রহমানের আন্তরিকপূর্ণ তদারকিতে এগিয়ে যাচ্ছে আলেয়া জামান জামে মসজিদ নির্মাণ কাজ।

 

সোমবার (১ এপ্রিল) দুপুরে প্রকৌশলী মিজানুর রহমান নকশা অনুযায়ী আলেয়া জামান জামে মসজিদ নির্মাণ কাজের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন। এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানেরপাড় গ্রামে শমশেরনগর হাসপাতাল এলাকায় দু’টি জামে মসজিদ বিদ্যমান আছে। যারা শমশেরনগর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসবেন, নামাজের সময় হলে আলেয়া জামান জামে মসজিদে নামাজ পড়বেন। এ চিন্তাধারা মাথায় রেখে আলেয়া জামান জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে।