ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শফিকুর রহমান চৌধুরী’র প্রচারণায় সহধর্মিণী তাহমিনা আক্তার

সালেহ আহমদ স’লিপক :

সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শফিকুর রহমান চৌধুরীর সহধর্মিণী বেগম তাহমিনা আক্তার চৌধুরী বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন বিশ্বনাথ ওসমানী নগর থেকে আপনারা ভোট দিয়ে আমার স্বামী শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করলে আমি আপনাদের সমস্যা নিরসনে আপনাদেরই পাশে থাকবো ইনশাল্লাহ।

মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর একটায় সিলেটের বিশ্বনাথ উপজেলার হরিপুর গ্রামে মানিক মিয়ার বাড়িতে বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা আক্তার চৌধুরী উপরোল্লিখিত কথাগুলো বলেন।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, বিগত দুই দুইবার আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় আপনাদের এলাকা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণীর সভাপতিত্বে ও হরিপুর গ্রাম সন্তান বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নাজনীন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক কবি শামীমা আক্তার ঝিনু, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফিয়া বেগম, মিসেস শিরীন চৌধুরী। এলাকার পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ আলী মাসুক মিয়া। সমাবেশ শেষে হরিপুরস্থ কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসগৃহে এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম আজম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, সাবেক মেম্বার রাহিদুজ্জান রিদু, সানজিদা ইসলাম বিথী, লাভলী দে, পারভীন আক্তার, সুনাবান বানু, শিল্পী আক্তার, ফুলমালা প্রমুখ।

সভায় সিলেট সদর, ওসমানী নগর ও বিশ্বনাথ উপজেলা থেকে আগত মহিলা নেত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জানান খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণী, সভার সভাপতি গোলাম আজম মঞ্জু এবং কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।