ই-পেপার | মঙ্গলবার , ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুর

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ফরিদপুরের কারাবন্দি সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

 

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার কাঠপট্টি এলাকার মনা প্লাজায় অবস্থিত বিএনপির কার্যালয়ের নিচে ফরিদশাহ সড়কে এ মিছিলটি শুরু হয়। তবে ২০/২৫ গজ অতিক্রম করার পর থামিয়ে দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হয় বিএনপির নেতারা।

 

দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া ও ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি দলীয় কার্যালয়ের নিচ থেকে শুরু হয়ে থানার মোড় হয়ে থানা রোড ধরে জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার কথা ছিল। তবে মিছিল নিয়ে প্রায় ২০/২৫ গজ অতিক্রম করার পর বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার ফলে মিছিলটি আর সামনের দিকে এগোতে পারেনি। ফলে সেখানে দাঁড়িয়েই জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন ও ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

 

এ সময় ফরিদপুর মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি অনিক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জেলা বিএনপির আহ্বাক সৈয়দ মোদাররেছ আলী বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ফরিদপুরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ মিছিল করি। আমরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে থানা রোড হয়ে জনতা ব্যাংকের মোড়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ কর্মকর্তা মো. গফফারের নেতৃত্বে পুলিশের একটি দল মিছিল শুরুর পর আমাদের ২০ গজের বেশি আগাতে দেয়নি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সরকারি টাকার রাষ্ট্রিয় বাহিনী দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিকে বাধা প্রদান খুব নিন্দনীয় কাজ।

 

অভিযোগের বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল গফফার বলেন, বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়নি। তাদের যতটুকু যেতে দেওয়া সম্ভব সেটুকু যেতে দেওয়া হয়েছে। তিনি বলেন, জনতার মোড়ে মিছিল গেলে শহরে যানজটের কারণে দুর্ভোগ হত বলে যেতে দেওয়া হয়নি।

 

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিএনপির কালো পতাকার মিছিলে বাধা দেয় পুলিশ।