ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ার আব্দুর রহমান হত্যামামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার অফিস :

কক্সবাজারের চকরিয়ায় আবদুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত জাহেদুল ইসলাম প্রকাশ মিন্টুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত সোমবার হত্যা মামলার প্রধান আসামি সোহেল মাহমুদ ভুট্টুকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব ডুমখালী এলাকার ছুরত আলমের ছেলে ও সোহেল মাহমুদ একই এলাকার জাফর আলীর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ডুলাহাজারা এলাকায় আবদুর রহমান হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ১৯ জন এজাহারনামীয় এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ইফতারের পূর্বমূহূর্তে আবদুর রহমান নামে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে রিজার্ভ এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।