ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাকে গুলি করে হত্যা

আব্দুল লতিফ বাচ্চু, উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন গুলি করে অপর এক রোহিঙ্গাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে উখিয়ার ৪নং ক্যাম্পে এই হত্যার ঘটনা ঘটেছে।

উখিয়া থানার পুলিশ জানায়, ভোর আনুমানিক ৬ টার দিকে ৪নং ক্যাম্পের ই-৪ ব্লকের মো: মুচির ছেলে সৈয়দ আলমের ঘরে ঢুকে ১০-১৫ জনের একদল অস্ত্রধারী অতর্কিত এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে সৈয়দ আলম (২৪) গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ৩নং ক্যাম্পের আইএমও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সৈয়দ আলমের সাথে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।