ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাগ্রত জালালাবাদ’র কার্যনির্বাহী কমিটি গঠিত

নিজস্ব সংবাদদাতা :

কক্সবাজার জেলার অনন্য সামাজিক ও অরাজনৈতিক সংগঠন জাগ্রত জালালাবাদ। সংগঠনটি ইতিপূর্বেও নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আপামর জনতার কাছে সমাদৃত হয়েছে। সংগঠনটির মানবিক ও সৃজনশীল কাজ অধিকতর বেগবান করতে চেয়ারম্যান পর্ষদ ১০১ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী কমিটি-২০২৪ অনুমোদন দিয়েছে।

 

কমিটিতে সভাপতি মোঃ আব্দুল্লাহ, সিনিয়র সহ—সভাপতি, মোঃ ইব্রাহীম, সহ—সভাপতি আব্দুল আলীম, নওশাদ উদ্দীন রিজভী, তারেকুল ইসলাম ও মোহাম্মদ ঈসা, সাধারণ সম্পাদক, তানভিরুল ইসলাম আইয়ুব, যুগ্ম—সাধারণ সম্পাদকবৃন্দ— রুবেল উদ্দীন, আবরার মাহমুদ অনি, মিজবাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদীন যুগ্ম—সাংগঠনিক সম্পাদকবৃন্দ আবু হায়াত মোহাম্মদ সোহেল, সোহেল রানা কাজল, মোহাম্মদ ইউনুস, অর্থ সম্পাদক, নেছার উদ্দীন,যুগ্ম—অর্থ সম্পাদকবৃন্দ— সাহাব উদ্দীন, মোহাম্মদ নূর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আতাহার নূর, যুগ্ম—তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকবৃন্দ মিছবাহ উদ্দীন,

 

আরিফ রায়হান তুহিন, প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক,রেজাউল করিম রাকিব, যুগ্ম— প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদকবৃন্দ—মোহাম্মদ রাশেদুল কবির রাহাত, মোহাম্মদ তরিকুল ইসলাম (তামিম), দপ্তর সম্পাদক, সিফাতুল ইসলাম সায়েম, যুগ্ম—দপ্তর সম্পাদকবৃন্দ— ইমতিয়াজ আলম ফাহিম, হুমায়ুন কবির, সমাজ কল্যাণ সম্পাদক— আজিজুর রহমান রাসেদ, যুগ্ম—সমাজ কল্যাণ সম্পাদকবৃন্দ— ইফতেকার মাহমুদ তালহা, মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক, রাগিবুল হক, যুগ্ম—ধর্ম বিষয়ক সম্পাদক— আজিজুর রহমান বিন ফোরকান, হাফেজ আবদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জসিম উদ্দীন, যুগ্ম—আইন বিষয়ক সম্পাদক— আবু তালেব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবাইর, যুগ্ম—পরিকল্পনা বিষয়ক সম্পাদক রশিদ উল্লাহ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক— সাইফুল ইসলাম যুগ্ম—শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকবৃন্দ নুরুল হাকিম আজাদ, ছৈয়দ নূর,

 

বিষয়ক সম্পাদক— মহিউদ্দীন, যুগ্ম—আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকবৃন্দ মোহাম্মদ কাউছার, সাহেদ কাদেরী, জাহেদ নূর বাবু, মোঃ হুজাইল, কায়সার হামিদ, মামুনর রশিদ, মোঃ রাহেদ বিন সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক— তৌহিদুল ইসলাম, যুগ্ম—স্বাস্থ্য বিষয়ক সম্পাদকবৃন্দ আজিজুল হক, আব্দুল্লাহ মিয়াজী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক— নুরুল আবছার, যুগ্ম—ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকবৃন্দ ইব্রাহীম, নয়ন কান্তি দাশ, শহিদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক— নাছির উদ্দীন, যুগ্ম—ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকবৃন্দ— সাইফ হোসেন জয়, জায়েদ করিম জিয়াদ, কৃষি বিষয়ক সম্পাদক— আবদুল খালেক, যুগ্ম—কৃষি বিষয়ক সম্পাদকবৃন্দ— মোহাম্মদ শফি, আবদুল কাদের, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে— আবদুচ ছুবহান, আয়োব রানা জুয়েল, নুসাইব মাহমুদ আদিল, দেলোয়ার হোসাইন, মাজেদ, মিছবাউর রহমান, সাঈদ আনোয়ার, রাফসান,

 

আনাস বিন নূর, উসামা আবরার, কলিম উল্লাহ, মোহাম্মদ তৌহিদ, মামুনুর রশিদ, নজরুল ইসলাম, আরিফ উদ্দিন, আনোয়ার হোসাইন, সোহেল মোর্শেদ ফরাজী, নুর মোহাম্মদ, মোহাম্মদ তারেক, মহিউদ্দীন, মোঃ আরফাত, জিসাদ খান, আবদুল্লাহ ফরাজী, ইত্তেহাদুল ইসলাম ইফতি, নাঈম বিন ফরিদ, আদিত কামাল, মনজুর আলম, জসিম উদ্দীন, ফয়সাল আজম খোকন, মীর কাসেম, আবু তাহের, সাহেদুজ্জামান, মোঃ রমজান, রেজাউল করিম, মোঃ রায়হান উদ্দীন, মুফিজুর রহমান, মোঃ জুবাইর,

 

আবছার কামাল, মোঃ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, মোঃ মুরাদ প্রমুখ। চেয়ারম্যান পর্ষদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে যে, অনুমোদিত কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ জাগ্রত জালালাবাদ সংগঠনের সংবিধান এর আলোকে সাংগঠনিক কার্যক্রম অতীতের মতও ভবিষ্যতে আপামর জনতার কাছে সমাদৃত হবে।