ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় বন কর্মকর্তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা

কক্সবাজার অফিস :

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সাজ্জাদকে ডাম্প ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৩ টার দিকে উখিয়া উপজেলার হরিণমারার লালুরবরোঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়ে কেটে মাটি বহনের কাজে ব্যবহৃত ঘাতক ডাম্প ট্রাকটি স্থানীয় ছৈয়দ করিম ওরফে কানা ছৈয়দ করিমের বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোছড়ি বনবিটের অধীনস্থ হরিণমারা লালুরবরোঘাটা এলাকায় রাতের আঁধারে পাহাড়খেকো ছৈয়দ আলমের নেতৃত্বে পাহাড় কেটে ডাম্প ট্রাক–পিকআপ যোগে মাটি পাচার করছে- এমন সংবাদ পেয়ে বিট কর্মকর্তা সাজ্জাদ রাত তিনটার দিকে অভিযানে যান। এসময় মাটি পাচারে ব্যবহৃত অবৈধ একটি ডাম্প ট্রাক সাজ্জাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বিট কর্মকর্তা সাজ্জাদ।

বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।