ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলা সাংবাদিক মানিক হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের মূলক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৪এপ্রিল ) দুপুরে প্রেসক্লাবের সামনে পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দর আয়োজনে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন যায়যায়দিন পত্রিকা ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মানিক হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের মূলক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।