মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কেজি স্কুল গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এসময়ে অনেকে গুরুতর আহত হয়েছে।রবিবার (৫ নভেম্বর ) রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে নগদ টাকা, মালামাল, ইজিবাইকসহ প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
তারা আরও জানান, মার্কেটে একটি দোকানে টমটম গাড়ি চার্জ দেওয়ার অবস্হায় বিদ্যুতের শর্টসার্কিট হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।মূহুর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।তৎক্ষনাৎ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেন।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস কর্মীরা রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। রাত ১২টার সময়ে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশ অফিসার সৌরভ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় জনতার সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান ও নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি দল।