ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আসল পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় রুবেল নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের লালখান বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

লালখান বাজারে দায়িত্বরত সার্জেন্ট সুখেন বলেন, গাড়ির নম্বর না দেখে আমরা তাকে গাড়ি থামাতে বলি। এসময় রুবেল নিজেকে ইপিজেড পুলিশ ফাঁড়ির কনস্টেবল পরিচয় দিয়ে আমাকে স্যালুট করে। কিন্তু তার স্যালুট দেয়ার নিয়ম দেখেই আমার সন্দেহ হয়। পরে তার পরিচয়পত্র চাইলে দেখাতে পারেনি।

 

মোটরসাইকেলে কোন নম্বর নেই, প্রয়োজনীয় কোন কাগজপত্রও দেখাতে পারেনি। পরে তার পেছনে থাকা আরোহীকে জিজ্ঞেস করলে সে বলে রুবেল ভাড়ায় মোটরসাইকেল চালায়। আমরা তাকে থানায় সোপর্দ করেছি।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪: