ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সালেহ আহমদ (স’লিপক), সিলেট:

মৌলভীবাজারের রাজনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও বেকারীতে সচেতনতামূলক কার্যক্রম অভিযানে ওই ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযান শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় জানায়, তদারকি অভিযানে প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তারাপাশা বাজারে অবস্থিত গৌরাঙ্গ স্টোরকে ৪ হাজার টাকা, জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪