ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়া সাড়াশী অভিযানে শিবির ক্যাডার গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের সাড়াশী অভিযানে ৩টি নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী জামায়াত-শিবিরের ক্যাডার ওমর ফারুক (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চুনতি সাতগড় নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে লোহাগাড়ার চুনতি সাতগড় মেম্বার পাড়া এলাকার জালাল আহমদের ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন খন্দকার, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, থানা পুলিশের সাড়াশী অভিযানে পালাতক আসামী জামায়াত ক্যাডার ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪