ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে মুদির দোকান উপহার পেল শারীরিক প্রতিবন্ধী হযরত আলী

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করেন -ফুলপুর প্রেসক্লাব।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমার একটি মানুষ ও যেন না খেয়ে থাকে তারই বাস্তবায়নের লক্ষ্যে (২৬ মার্চ)মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী হযরত আলীকে (৪৫)একটি মুদির দোকান উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ফুলপুর হাসপাতাল রোডস্থ মেসার্স হিরো আতিক মটরস্ এর কর্নধার সমাজকর্মী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।গত ৩ বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে দারিদ্র্যতার চরম পর্যায়ে পৌঁছান ভ্যানচালক হযরত আলী,স্ত্রী পরিত্যাগ করায় দুই সন্তান নিয়ে বিপাকে পড়েন।

 

অসহায় হযরত আলীর বিষয়টি ফুলপুর প্রেসক্লাবের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম এর পরামর্শক্রমে সমাজসেবক আতিকুর রহমান আতিক দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুদির দোকান উপহার দিয়ে দারিদ্র্যতা থেকে রক্ষায় এগিয়ে আসেন।

 

মুদির দোকানটি হতদরিদ্র হযরত আলীকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির,কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার রাজন,ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ন সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংবাদিক তোফাজ্জল হোসেন,মুখলেছুর রহমান,আবু রায়হান,মাসুদ রানা,আজাহারুল ইসলাম,নূর হোসেন খান,বাহার উদ্দিন সহ ফুলপুরে অনলাইন গ্রুপ ফুলপুর পরিবার এর সদস্য বৃন্দ।

 

মুদির দোকান উপহার পেয়ে হযরত আলী খুশিতে আত্মহারা হয়ে বলেন, আল্লাহপাক আপনাদের অনেক বড় মনের মানুষ বানাইছুন,দোয়া করি আল্লাহ যেন আপনাদের আরও এমনি করে মানুষের পাশে দাড়ানির ক্ষমতা দেইন।উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, আমি ও উপজেলা প্রশাসনের পক্ষে হযরত আলীর জন্য কিছু করার চেষ্টা করবো, এইটা একটা অত্যান্ত মানবীয় কাজ।

 

তিনি ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকদের বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এই রকম উদ্যোগের জন্য।