ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বন্যহাতির আক্রমণে পায়ে পৃষ্ঠ হয়ে ১ নিহত ও আহত ১

মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ :

চট্টগ্রামের চন্দনাইশে বন্য হাতির আক্রমণে পায়ে পৃষ্ঠ হয়ে একজন নিহত ও আহত এক জন ।

সোমবার সকাল ৭টার সময় উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায় ঘটনার দিন একটি বন্য হাতির দল খাদ্যাঅভাবে বাশঁখালী উপজেলার পাহাড়ি অঞ্চল থেকে নেমে জনবসতিপূর্ণ এলাকায় চলে আসে।

এ সময় দুইটি বন্য হাতি বাশঁখালী উপজেলা পেরিয়ে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্যম বাইনজুরী পৌঁছায়। এখানে সকালে মোহাম্মদ জাকির (৬২) ৫ মেয়ে ৩ ছেলের জনক একজন কৃষক তার জমি থেকে তরকারি তুলছিলো।

তরকারি তোলা অবস্থায় ১ টি হাতি পিছন থেকে জাকিরকে ধরে পায়ে পৃষ্ঠ করে আছড়াতে থাকলে জাকিরের মৃত্যু ঘটে। এদিকে প্রথমে বন্য হাতির দল সেবন্দি গ্রামের সালাউদ্দিন (৩২)কে রুটি আনার জন্য বের হলে রাস্তায় থাকে আহত করেন।

স্থানীয় লোকজন আহত সালাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ রিপোট লেখা পর্যন্ত হাতির দল আনোয়ারা উপজেলার সর্বত্র বিচরণ করছে। এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।