ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, ৯ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ইয়াসমিনা হক (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ জুন) রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াসমিনা চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে তিনি প্রতারণার উদ্দেশ্যে আত্মগোপন করেন। ভুক্তভোগীরা আদালতে মামলা করলে ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

তিনি আরও বলেন, রবিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসমিন নয়টি মামলার পলাতক আসামি। তাকে সোমবার (১৯ জুন) আদালতে পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: