ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তির পর প্রথম প্রকাশ্যে সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

আন্তর্জাতিক ডেস্ক:

 

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অপরাধে সাজা পাওয়ার পর গত মাসে মুক্তি পান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মুক্তির প্রায় তিন সপ্তাহ পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি। ব্যাংককের একটি মন্দিরে যেতে দেখা গেছে তাকে। খবর এএফপির।

 

থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি। বৃহস্পতিবার তিনি রাজ্যের উত্তরে চিয়াং মাইতে তিন দিনের সফরে বের হয়েছেন। সফরের আগে ব্যাংকক সিটি পিলার মন্দিরে যান থাকসিন।

 

মন্দির থেকে প্রার্থনা সেরে তিনি চিয়াং মাইতে তিন দিনের সফরে যাবেন। চিয়াং মাই তার নিজের শহর। এখান থেকেই তার রাজনৈতিক উত্থান। তার পরিবারও এই শহরে বাস করে।

 

এ সময় সঙ্গে তার মেয়ে পেতংটার্ন, বর্তমানে ফেউ থাই পার্টির প্রধান ও তার স্বামী ছিলেন।

 

৭৪ বছর বয়সী থাকসিন ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসন কাটিয়ে গত বছরের আগস্ট মাসে দেশে ফিরে আসেন। এ সময় তাকে আট বছরের জেল দেওয়া হয়। তবে থাই রাজা মহা ভাজিরালংকর্ন তার শাস্তি এক বছর কমিয়ে দেন। গত মাসে সরকার বলেছিল, থাকসিন তার বয়স ও স্বাস্থ্যের কারণে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার অধিকার রাখে।