ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে অষ্টমী খলায় অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী (১৮মার্চ) সোমবার রাতে ফুলপুর অষ্টমী খলায় বিশ্ব শান্তিকল্পে ৫৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম, অষ্টমী খলা, ফুলপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম,ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল,পৌরসভার মেয়র মিঃ শশধর সেন,ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান,

 

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও বাংলা ভিশন এর নিজস্ব প্রতিবেদক অমিত রায় , ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,৫ নং ফুলপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান রেজাউল হক রাসেল,ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন,উপজেলার বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, ফুলপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।