ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বিভিন্ন হত্যার মামলার রহস্য উদঘাটনে ডিবি পুলিশকে সম্মাননা পুরস্কার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের গত ফেব্রুয়ারি মাসে অভিযান পরচিালনা করে চাঞ্চল্যকর অটোচালক হাসেম হত্যার রহস্য উদঘাটন ও চাঞ্চল্যকর রাজু হত্যার রহস্য উদঘাটন ও দুই ঘটনার সহিত জড়িত ১৪ জন আসামী গ্রেফতার-অটো উদ্ধার। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ০৬ জন আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

 

এরই ধারাবাহিকতা,জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর মাদক,ডাকাতি, চুরি,জঙ্গি সন্ত্রাস,হত্যা মামলা রহস্য উদঘাটন বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে জেলায় প্রকাশ্য মাদক বিক্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শহরে আর দেখা যায় না মাদক বিক্রেতাদের। তবে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন নির্মূলে যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের নিরুৎসাহিত করলেন না ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা। জেলায় বিভিন্ন হত্যার মামলার রহস্য উদঘাটন নির্মূলে অবদান রাখায় তাদের উৎসাহ প্রদানে সম্মাননা পুরস্কার করলেন পুলিশ সুপার।

 

উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখার অফসিার-ইনর্চাজ ওসি মোঃ ফারুক হোসেন, এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনকে মাসিক ক্রাইম কনফারেন্স (ফেব্রুয়ারি ২০২৪) মাসে জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন তারা।

 

পুরস্কার প্রাপ্তি মনকে আনন্দিত করে। ভালো কাজের পুরষ্কার জাতির কাছে প্রশংসায় ভাসে। এ জাতীয় পুরষ্কার এর জন্য গুটা পুলিশ বাহিনী কম্পিটিশনে নিয়মিত কাজ করে যাচ্ছে। শুধু পুরষ্কার এর আশায় নয় বরং দেশ ও জাতির জান, মাল নিরাপত্তা সহ সকলকে নিরাপদে রাখতে সকল চেষ্টায় মগ্ন পুলিশ বাহিনী। জনমনে আজ পুলিশ বাহিনী আস্থা অর্জন করতে পেরেছে।

 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুরস্কার পাওয়াটা আনন্দময়। এ ভাবে পুরস্কার পেলে আমাদের দেখাদেখি দেশের সকল পুলিশ বাহিনীর কাজের আরও গতি বাড়বে। জেলা পুলিশ সুপার এর হাত থেকে পুরস্কার পেয়ে ডিবি পুলিশের ওসি ফারুক হোসেনসহ ডিবি পুলিশের কর্মকর্তাগ