নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
একদলীয়ভাবে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করা হয়েছে।
পরে সংগঠনের সভাপতি শেখ আলাউদ্দিন সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগনের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। গুম, খুন, ধর্ষণসহ এহেন কাজ নেই যা তারা করেনি। বিএনপি নেতা কর্মীরা যখন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের মিথ্যা, গায়েবি মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করছে, অপরদিকে জনসাধারণ দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে।
বক্তারা আরও বলেন, জনগণের অভিযোগ জানাবার জায়গা নেই। নীরবে সহ্য করা ছাড়া আর কোনো বিকল্প পথও নেই।
সভাপতি আলহাজ্ব শেখ আলাউদ্দিন বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অবৈধ ডামী সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।
তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগারে দিনের পর দিন সময় পার করছে। অনেকে জেলের মধ্যেই বিনা চিকিৎসায় মারাও গেছেন।
সভায় বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস মিয়া, মিজানুর রহমান , মাসুম ভুঁইয়া, রুবেল হোসেন, এএইচ আকবর খান, আনোয়ার হোসেন বাদশা, ইব্রাহীম সিপন,মিজানুর রহমান, সাঈদ আহমদ সুমন, মওলানা নেছার আহমদ, রেহানা জামান, শিহাব উদ্দিন খালেদ।