ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে সাইবার মামলায় সাংবাদিক কারাগারে-নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদসভা

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধিঃ

স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজারের বড়লেখা শাহবাজ পুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায়

 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্বে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মশাহিদ আহমদ এর নি: শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ১৬ মার্চ শনিবার বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা।

 

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদের সভাপতিত্বে সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন দেব, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন মৌলভীবাজার শাখার সভাপতি জাফর ইকবাল,সাধারণ সম্পাদক একে অলক,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম, ভুমি অধিকার পরিষদ বোবারথল এর সভাপতি নিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় সাহা, মনজু বিজয় চৌধুরী, বিকাশ দাশ, আব্দুল মুকিত ইমরাজ, রিপন আহমদ, এমদাদুল হক সুমন, জাহেদুল হক পাপ্পু, খালেদ আহমদ সামির,কিবরিয়া আহমদ, সমরুজ খান, লুৎফুর রহমান, পারভেজ মিয়া, মুকিত মিয়া, কারা নির্যাতিত সাংবাদিক মশাহিদ আহমদ এর ভাই মাওলানা আফরোজ আহমদ, জাহিদ আহমদ এবং মেয়ে মাফরুজা সুলতানা প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ‘অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার নামে করা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। তা না হলে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যাবে। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লেখার সুযোগ থাকবে না।