ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিন পর নিখোঁজ শিশুর মরদেহ আজানের ধ্বনিতে ভেসে উঠেছে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী খালে নিখোঁজ হওয়া শিশু মো. মোফাচ্ছেলের (১১) লাশ অবশেষে দীর্ঘ ২২ ঘন্টা পর উদ্ধার হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে ইছামতী খালের পারুয়া ইউনিয়নের আদর্শপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পারুয়া ইউনিয়নের বাসিন্দা মো. মোজাম্মেলের ছেলে গত (১৮মে) দুপুর ২ টার দিকে নিখোঁজ হয় শিশুটি।

স্থানীয়রা জানান, মোফাচ্ছেলের বাবা খাল থেকে বালু তুলে জীবিকা নির্বাহ করেন। আর শিশুটি মাঝে মাঝে তার বাবার সাথে যায়। গতকাল বাবা-ছেলে নৌকা করে ফেরার সময় ছেলে নৌকা থেকে পড়ে যায়। বাবা তাকে উদ্ধারে খালে ঝাঁপ দিলেও ছেলেকে পাননি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গতকাল দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। কিন্তু শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে যেখানে শিশুটি নিখোঁজ হয় সেখানে আজান দেওয়া হয়। আর আজান দেওয়ার সাথে সাথেই নিখোঁজ হওয়ার স্থান থেকে ১০ হাত দূরে শিশুটির লাশ ভেসে উঠে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবির ক্যাপশন: নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা