ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে গাঁজাসহ নারী গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ একজন নারী গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃত দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর হতে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার জেলায় বিভিন্ন স্থানে পাইকারি দরে বিক্রি করার কথা স্বীকার করে।

র‌্যাব-১৫’র মিডিয়া সমন্বয়কারী আবু সালাম চৌধুরী জানান, শনিবার (১৮ নভেম্বর) গোপন সংবাদে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাতে চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়ন ৯নং ওয়ার্ড চেয়ারম্যানপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কালে পূরবী পরিবহনের একটি যাত্রিবাহী বাস থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন’র ৭নং ওয়ার্ডের মুসলিম নগর এলাকার মৃত খোরশেদ আলম’র স্ত্রী নূরী আক্তার (৩০)। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।