ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শুরুর ধাক্কা সামলে নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। তবে এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন নাজমুল হাসান শান্ত।

 

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত।

 

শান্তকে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেন সৌম্য। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। এই দুই ব্যাটারের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।