ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

আবু নাসের খান লিমন, মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

১০ ফেব্রুয়ারী, শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের পরে বাৎসরিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডলের তত্বাবধানে সিনিয়র শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম খান। বিশেষ অতিথি ছিলেন কো-অপ্ট সদস্য মোঃ রাশেদুল হক মুন্না ও দাতা সদস্য আলহাজ্ব বকুল খান।

 

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শিবু দাস, কুদ্দুছ ঢালী, মহিউদ্দিন আহাম্মেদ ও মোঃ জিল্লু হাওলাদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী।