ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে অতিরিক্ত তুষারপাত-বৃষ্টিতে ৬০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সপ্তাহব্যাপী অতিরিক্ত তুষারপাত, বৃষ্টি ও আকস্মিক বন্যায় আফগানিস্তানে ৬০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এই খবর জানিয়েছে কুয়েত টাইমস।

 

আফগানিস্তানের দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হয়েছেন।

 

দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক জানান, এ সময় প্রায় এক হাজার ৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল জাহের নূরজাই সাংবাদমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার হেরাত শহরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ২৫০টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং কৃষিজমির একটি বড় অংশই প্লাবিত হয়েছে।

 

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেই আঘাত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে আরও একবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হল অঞ্চলটি।