ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলপুরে অসহায় মানুষের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ আজ ২য় দিনে রহিমগন্জ ইউনিয়নে – “ফুলপুর পরিবার”

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ “ফুলপুর পরিবার”স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অত্যান্ত সুনামের সাথে এক ঝাক তরুণ , মেধাবী তারা অন্যের সুখে -দূঃখে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেরি করে না ।

 

গতকাল ছিল পবিত্র মাহে রমজানের ১ম দিন “ফুলপুর পরিবার” থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টাকায় ভ্রাম্যমান ইফতার বিতরণ অনুষ্ঠান এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।

 

তারই ধারাবাহিকতায় আজ ২য় রমজানের ইফতার বিতরণ অনুষ্ঠান ফুলপুর উপজেলার রহিমগন্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্নার উপস্থিতিতে মেসার্স বনবিথী স্যানেটারী , ফুলপুর এর সৌজন্যে ইফতার nবিতরণ করা হয়েছে। জয়তু “ফুলপুর পরিবার”।

 

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না বলেন, ফুলপুরের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যাক তরুণ প্রজন্মের সাহায্যের হাত এগিয়ে আসুক বিত্তশালীরা।