ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায়,দুস্থ ও পথচারীদের মাঝে রমজান মাসব্যাপী ২ টাকায় ভ্রাম্যমান ইফতার বিতরণ করেন -” ফুলপুর পরিবার”

মাসুদ রানা, ফুলপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ “ফুলপুর পরিবার” সেচ্চাসেবী সংঘটন গত বছরের ন্যায় এবারও ১২ মার্চ পহেলা রমজান অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে দুই টাকার বিনিময়ে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ অনুষ্ঠান এর উদ্বোধন করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান আতিক মটরস্ এর কর্নধার আতিকুর রহমান এর সৌজন্যে ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ অনুষ্ঠান এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার কর্মকার।”ফুলপুর পরিবার” সেচ্চাসেবী গ্রুপের তৌকির আহমেদ পান্না,রিয়াজুল ইসলাম,ইহেতশাম মুসাদ্দিক , জাহিদুল হক, নাসিম অন্তর, মিজানুর রহমান রানা, রাকিব তালুকদার সহ অনেকেই।

 

“ফুলপুর পরিবার” সংঘটনের সদস্যরা বলেন, আমাদের এ মহৎ কার্যক্রম সারা রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম সেচ্চাসেবী সংঘটন”ফুলপুর পরিবার” কে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন – এইরকম একটা মহৎ উদ্যোগ ফুলপুর বাসীর কাছে সত্যিই অনেক প্রশংসার দাবিদার।