ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকারের দায়ে ৩৪ জেলের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকারের দায়ে ৩৪ জেলের জরিমানা লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল,একটি পাই জাল, ৫টি চরঘেরা জাল, ৬টি নৌকা ও আনুমানিক ৪০ কেজি জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট হয়েছে।

 

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর ও মজু চৌধুরীরহাট নৌ-পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।

 

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম মেঘনা নদীতে জাটকাসহ সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৩৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।