ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার টেকনাফে

কক্সবাজার অফিস :

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় দুই ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (৪ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে টেকনাফ মডেল থানার পুলিশ।

এরা হলেন- বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হাবিব উল্লাহর ছেলে মিজানুর রহমান, আহমুদুর রহমানের ছেলে সোহেল ও আবুল হোছেনের ছেলে হাবিব উল্লাহ।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) দস্তগীর হোসাইন জানান, হত্যাচেষ্টা মামলার তিনজন আসামি জাহাজপুরা এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি অস্ত্রসস্ত্র নিয়ে জাহাজপুরা এলাকায় হামলা করে দুইজনকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করে আসামিরা। এ ঘটনায় আহতের মা রাশেদা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট