ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার চাটমোহর ও ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দুইজন নিহত

মাসুদ রানা, পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে এবং ঈশ্বরদীতে নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মুস্তাফিজুর রহমান (৩২) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চাটমোহর-পাবনা ও ঈশ্বরদী- রাজশাহী সড়কের এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত রিমি ওই গ্রামের জাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রীটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সহপাঠি নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্ধীরা।

 

মটর সাইকেল আরোহী মুস্তাফিজুর রহমান (৩২) রাজশাহীর বাঘা উপজেলার বাজু বাঘা নতুন পাড়ার তৌহিদুল ইসলামের ছেলে।

 

এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে সেন্ট রীটার্স হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল।

 

এ ব্যাপারে চাটমোহর ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।