ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারে চৌফলদন্ডী এলাকা হতে মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে, ১৮ অক্টোবর দুপুর ১টা.৫০ মিনিটে জাহাঙ্গীর আলম প্রঃ আবু তালেব (৩৮),কে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পিতা-মৃত মোঃ ওয়ারেছ, বর্তমান ঠিকানা-১ : ব্লক-০৪, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সাবাজার এবং বর্তমান ঠিকানা-২ : দক্ষিণ পাড়া (উত্তর) সোনাইয়া বাপের ভিটা, ৩নং ওয়ার্ড, চৌফলদন্ডী ইউনিয়ন জেলা-কক্সবাজার।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।