পাবনা প্রতিনিধি:
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকালে পাবনা জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সুচনা করেন অতিথিরা। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পরে সিনিয়র জেলা ও দায়রা জাজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সিনিয়র জেলা জজ আহসান তারেক, জেলা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী সহ অনেকে।
সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জাজ বেগম পারুল আকতার।
সভায় জানানো হয়, পাবনা জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে গত ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩৩০ জন নারী, ২৪৭ জন পুরুষ, ৩ জন শিশুর মামলা পরিচালনার ব্যয় সরকার কর্তৃক বহন করা হয়েছে। সেইসঙ্গে ৫৪৫টি বিরোধের মধ্যে ১১৪ বিরোধ বিকল্প বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে।
শেষে ২০২৩ সালে সেরা প্যানেল আইনজীবি হিসেবে আবু বকর সিদ্দিক ও স্বপ্না রানী সরকারকে পুরস্কৃত করা হয়।