ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওয়ের সিনিয়র সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি

ঈদগাঁও প্রতিনিধিঃ

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উপকূলীয় এলাকার চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেট কতৃক প্রকাশ্যে উপজেলার সিনিয়র সাংবাদিক এইচএন আলমকে হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ভূক্তভোগি।

 

জিডি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়,সম্প্রতি উপজেলার উপকূলীয় এলাকা পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী বায়ূ বিদ্যুৎ এর উত্তর পশ্চিমে চিহ্নিত একটি ভূমিদস্যু সিন্ডিকেট সরকারি শত একর প্যারাবন উজাড় করে চারদিকে বাঁধ দিয়ে অবৈধ চিংড়ি ঘের তৈরী করছিল।

 

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আলম ওরফে এইচএন আলম বিগত ২৮ ফেব্রুয়ারী বিকালে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থল এলাকায় যান দখলকাজের সত্যতা পেয়ে তিনি উক্ত দখলকৃত এলাকার ছবি ও ভিডিও ধারণ করেন।

 

বিষয়টা জানতে পেরে দখলবাজ চক্রের প্রধানহোতা আশরাফ আলী, পিতা- মোক্তার আহমদ, সাং মধ্যম পোকখালী, ঈদগাঁও তেড়ে এসে তাকে প্রকাশ্যে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেন এবং চরম নাজেহাল করেন।

 

এ সংক্রান্ত সংবাদ বিগত কয়েকদিন ধরে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও অনলাইন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে সর্বমহলে নিন্দার ঝড় উঠে। সংবাদ প্রকাশ পরবর্তী দখলকৃত এলাকার অদূরে অন্য একটি স্থানে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান পরিচালনা করলেও রহস্যময় কারণে প্রায় দুইশত একর বেদখল হতে যাওয়া জায়গাটিতে এখনো পর্যন্ত রহস্যময় কারণে অভিযান পরিচালিত হয়নি।

 

এ ঘটনায় হুমকির শিকার সাংবাদিক এইচএন আলম আরো শংকিত হয়ে পড়েন এবং জীবনের নিরাপত্তা চেয়ে জড়িতের বিরুদ্ধে গত ৩ মার্চ ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-