ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে দুর্যোগকালীন বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ :

টেকনাফে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট – ১৩ এর আয়োজনে দুর্যোগকালীন পূর্বে এবং পরে উপকূলীয় এলাকার অধিবাসীদের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবির কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪