ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি,চাঁদপুর:

৫০ থেকে ৭০ টাকা দামের ডাব ৯০ থেকে ১৩০ টাকা করে বিক্রি করায় চাঁদপুরে তিন ডাব বিক্রেতাকে ৯০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল শহরের বিভিন্ন এলাকায় ডাবের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে ডাব বিক্রি ও ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় চাঁদপুর শহরের বড় স্টেশনে চাঁদ মিয়ার ডাবের দোকানকে ৩০০০ টাকা, বাচ্চু মাঝির ডাবের দোকানকে ৩০০০ এবং জোড় পুকুর পাড়ের চান্দু মিয়ার ডাবের দোকানকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মোলহেডে দুজন ডাব বিক্রেতা ৬০ টাকা করে ডাব বিক্রি করতে রাজি হওয়ায় উপস্থিত মানুষ প্রায় ১০০টি ডাব তাৎক্ষণিক কিনে নেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, অন্য ডাব বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। সবাইকে ক্রয়ের রসিদ সংগ্রহ করে ডাব বিক্রি করতে বলা হয়েছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪