নিজস্ব প্রতিবেদক :
এবার দশ দফা দাবি নিয়ে চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত। সমাবেশের স্থান লালদিঘী মাঠ। শনিবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবরে ১৩ আইনজীবীর প্রতিনিধিদল চিঠি পৌঁছে দিয়েছে। আগামী ২২ জুলাই সমাবেশ করা প্রস্তুতি নিচ্ছে জামায়াত।
অ্যাডভোকেট শামসুল আলম গণমাধ্যমকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দ, আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজন করেছে জামায়াত।
তিনি জানান, এ সমাবেশ সৃশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় জামায়াত। সমাবেশের অনুমতির জন্য জামায়াতের পক্ষ থেকে আমরা পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম।
অ্যাডভোকেট শামসুল বলেন, আমাদের চিঠি গ্রহণ করা হয়েছে। সমাবেশের অনুমতির বিষয়টি পরে জানানো হবে বলে সিএমপি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪