ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে অজ্ঞাত লাশ

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার :

 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হোটেল রয়েল টিউলিপের অদূরে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ অক্টোবর) পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়িতে চাপা পড়ে এই ব্যক্তি মারা গেছেন।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার সকালে ইনানি হোটেল রয়েল টিউলিপের পাশে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা যায়নি। প্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪