নুর মোহাম্মদ:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর আবদু রশিদ (২৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মহেশখালীতে নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
সে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বড় চৌধুরী পাড়ার আবদুল করিমের পুত্র। শনিবার (১ জুলাই) আবদু রশিদ কাজ করার জন্য মহেশখালীতে গিয়ে ছিলেন। তিনি ১০ মাস আগে বিবাহ করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলুল হক জানান ৩ জুলাই মহেশখালী হাসপাতালের পশ্চিম পাশে পাইপ লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদু রশিদ মিস্ত্রি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন মোঃ ফজলুল হক । তার মৃত্যুর খবর জানাজানি হলে বড় চৌধুরী পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাকে উদ্ধার করে মহেশখালী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।