ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোসেন বাবলা, চট্টগ্রাম :

গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ৮ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠান হয়।

 

 

প্রকৌশলী জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সহ-সভাপতি আবু তাহের, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর আবিদা আজাদ। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।পরে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে সমাপ্ত হয়।