ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় তরুণীসহ ছাত্রলীগনেতা নিহত

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নেতা মো. ইমরান প্রকাশ ইফতি (২৩) ও একই কলেজের শিক্ষার্থী নাহিদা সুলতানা নামের অপর একজনের মৃত্যু হয়েছে।

২১ আগষ্ট সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলশী থানাধীন ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। দুর্ঘটনায় সাথে সাথে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও নাহিদা সুলতানা একই কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪