ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় জিয়াউল হক সুমনের কেটলি মার্কার সমর্থনে মিছিল ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক , চট্টগ্রাম :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের কেটলি মার্কার সমর্থনে মিছিল ও গণসংযোগ কর্মসূচি শুক্রবার বিকেলে ৪০ নং ওয়ার্ডের মহাজন ঘাটা থেকে শুরু হয়ে কাঠগড় মোড়ে গিয়ে শেষ হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন চৌধুরী আজাদের সমন্বয়ে মিছিল ও গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ, যুগ্ন সম্পাদক মোঃ শামসুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর চৌধুরী, পতেঙ্গা থানা আঃ লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফরিদুল আলম ফরিদ, জাফর আহমদ,আঃ লীগ নেতা সাদেকুর রহমান, আঃ লীগ নেতা মোঃ নজরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন শান্ত, সমীর মহাজন লিটন, মোঃশওকত হোসেন, এ ইউনিট আঃ লীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন,বি ইউনিট আঃ লীগ সভাপতি হাজী মোঃ নাছির উদ্দিন, আঃ লীগ নেতা হাজী মোঃ তৈয়ব আলী, জহিরুল ইসলাম,৪০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাঃসম্পাদক মোঃ সালাউদ্দিন, যুবলীগ নেতা আজাদ চৌধুরী, তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আঃ কুদ্দুস মাখন, আজগর হোসেন অনিক, মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরোজা খানম, নাসিমা বেগম সহ আ:লীগ, যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড,ইউনিট এবং ভোট কেন্দ্র কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিছিল ও গণসংযোগ কর্মসূচি মহাজন ঘাটা থেকে শুরু হয়ে সর্পিল মিল বাজার, জিএম গেট,কাঠগড় হয়ে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
নেতৃবৃন্দরা এসময় বলেন, তৃণমূল আওয়ামী লীগের মনোনীত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের কেটলি মার্কার সমর্থনে উত্তর পতেঙ্গায় প্রতিটি ঘরে ঘরে উৎসব মুখর বিজয়ের শ্লোগান সৃষ্টি হয়েছে।এর চূড়ান্ত বিজয়ের জন্য ৭ জানুয়ারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তারা এসময় লিফলেট বিলি ও কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।