ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মারমা উন্নয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার টাউন হলরুম থেকে একটি র ্যালি বের হয়ে আমতল চত্তর ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়।

 

পরে এক আলোচনা সভা মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদ সাধারণ সম্পাদক কংজপ্রু মারমার পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি মারমা উন্নয়ন সংসদ সভাপতি মংশেপ্রু মারমা। প্রধান অতিথি ছিলেন, চাইথোয়াইঅং মারমা, প্রধান উপদেষ্টা মারমা উন্নয়ন সংসদ।

 

বক্তব্য রাখেন, মংপ্রু চৌধুরী সভাপতি মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি, মংনু মারমা- সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ম্র্যাগ্য মারমা- সহসভাপতি  কেন্দ্রীয় কমিটি প্রমুখ।

 

২য় অধিবেশনে মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখা ত্রিবার্ষিক সম্মেলন -২০২৩ এর নিপ্রু মারমা সভাপতি ও সাচিং চৌধুরী সাধারণ সম্পাদক এবং  সাংগঠনিক সম্পাদক অংথোয়াই প্রু মারমা নির্বাচিত হন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪