ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদরের জেলগেটে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার সদরের জেলগেটে ৩,১৩০ ইয়াবা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর ৭.০০ টায় ৩,১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মোঃ আবু তাহের মোল্লা (৪৩)চাঁদপুর জেলার মতলব দক্ষিণ মৃত আবদুল খালেক মোল্লার পুত্র । এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

 

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪