ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে অগ্নিদগ্ধ দুঃস্থ ও অসহায়দের রোগীদের অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :

 

সমাজসেবা অধিদফতর পরিচালিত দগ্ধ ও প্রতিবন্ধী ব‍্যক্তিদের পূনর্বাসন কার্যক্রমের আওতায় ১৮ ফেব্রুয়ারি সকালে অগ্নিদগ্ধ অসহায় দুঃস্থ ও দরিদ্র রোগীদের জন্য রোগী কল্যাণ সমিতি চমেক’র অনুদানকৃত অর্থ বিতরণ করা হয়েছে।

 

এতে অনুদানপ্রাপ্তরা হলেন-জুলেখা আক্তার আঁখি (৭), নিহা (১০), সুমাইয়া আক্তার ফারহানা (৭) ও বানু আক্তার (২৫)।

 

অগ্নিদগ্ধ রোগীর জন্য তাদের স্বজনদের নিকট চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

অনুদানের চেক রোগীর স্বজনদের কাছে হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা।

এসময় চমেক হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা, রোগী কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।