ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় শ্রদ্ধা-ভালোবাসায় সাহিত্যবিশারদের ৭০তম মৃত্যুবার্ষিকী পালন

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়ার সুচক্রদন্ডীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলা সাহিত্যের অমর গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ৭০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে এ মনীষীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন পটিয়া পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আইয়ুব বাবুল, পটিয়া প্রেসক্লাব, সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ, গৌরব সংসদ, দেশপ্রেমিক নাগরিক স্মৃতি রক্ষা পরিষদ, শাপলা কুঁড়ির আসর, গণনাট্য সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

 

সমাধীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, পৌর মেয়র আইয়ুব বাবুল, সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক এসএমএকে জাহাংগীর, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, কবি সাংবাদিক শিবু কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, রাজনীতিবিদ নজরুল ইসলাম, এড. খুরশিদ আলম, মন্জুরুল আলম, আবদুর রহমান রুবেল, গণনাট্য সংস্থার সংগঠক নুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন জুলু, ফারুক বিনজু, কামরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, জাহেদুল পাশা আকাশ প্রমুখ।

 

এতে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের অমর গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ লুপ্ত হাজার বছরের পুঁথি সাহিত্য সংগ্রহ করে আমাদের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তার এ কঠোর সাধনা ও পরিশ্রমে অসংখ্য পূঁথি সাহিত্য ইতিহাস থেকে মুছে যাওয়া থেকে রক্ষা পায়। এছাড়া তিনি অসংখ্য পূঁথি সাহিত্য সম্পাদনা ও পাঠ উদ্ধার করতে সক্ষম হন।

 

তার মধ্য থেকে প্রায় দুই হাজার পুঁথি সাহিত্য এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমিতে সংরক্ষিত আছে। তিনি যদি সেদিন দায়িত্ব নিয়ে এ পুঁথি সাহিত্যগুলো পুনরুদ্ধার না করতেন তাহলে অনেক সাহিত্য সম্ভার বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যেতো। তাঁর এ অসাধারণ কৃতিত্বের কারণে আমাদের বাংলা সাহিত্য অনেক বেশী সমৃদ্ধ। তারা এ মহা মনীষীর স্মৃতি রক্ষায় পটিয়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি জানান।

 

পটিয়া পৌরসভা :

বীর পটিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ এর ৭০তম মৃত্যুবার্ষিকী’তে পটিয়া পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, পৌর সহকারীর প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপসহকারী প্রকৌশলী শাহাজাহান খান, প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গফফারুল বশর মনু, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, এডভোকেট খোরশীদ আলম, সাংবাদিক শিবুকান্তি দাশ, সাবেক চেয়ারম্যান মোঃ সৈয়দ, পৌর সহকারী মোঃ শহীদ, জয়নাল, বিদ্যান দাশ, অরজিত, শাহ আলম প্রমুখ।

 

শাপলা কুঁড়ির আসর :

বীর পটিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ এর ৭০তম মৃত্যুবার্ষিকী’তে পটিয়া শাপলা কুঁড়ির আসরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ি আসরের সহ-সভাপতি মো: কামরুল ইসলাম বাবু, পটিয়া উপজেলা শাপলা কুড়ির আসরের সাবেক সভাপতি শহিদুল আলম জুলু, পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সভাপতি মোঃ নাঈম উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার খোকন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জহির, হাসান, টিসু সুত্রধর, মো: রুকন, ইমন প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪