ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পোয়েটস ক্লাবের সিলেট সাহিত্য পর্যটন মিশনে নাম তালিকাভুক্তির আহবান


সালেহ আহমদ (স’লিপক):

আগামী ৮ মার্চ শুক্রবার দিনব্যাপী আধ্যাত্মিক রাজধানী সিলেটের বিভিন্ন লোকেশনে সাহিত্য পর্যটন মিশনের আয়োজন করেছে বাংলাদেশ পোয়েটস ক্লাব।

 

কর্মসূচিতে রয়েছে সকাল ৮টায় হযরত শাহ্ জালাল (রহ.) এর মাজার জিয়ারত করে বিশ্ব পর্যটক ইবনে বতুতা স্মৃতি বিজড়িত হাবঙ্গী পাহাড় আরোহন। দুপুরে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্ত সংলগ্ন বাঁশতলায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, দোয়রাবাজার এলাকায় মধ্যাহ্ন ভোজন। বিকেলে ছাতকে আধ্যাত্মিক ও মরমি সাধক দূর্ব্বীণ শাহ্ এর মাজার জিয়ারত এবং সেখানে স্থানীয় শিল্পীদের আয়োজনে ভক্তিমূলক গানের জলসা শেষে সিলেটের পথে ফিরতি যাত্রা।

 

বাংলাদেশ পোয়েটস ক্লাবের এ প্যাকেজ ট্যুর প্রোগ্রামে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, নোয়াখালী, ফেনী, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে প্রায় চল্লিশজন সাহিত্য পর্যটক অংশগ্রহণ করবেন।

 

সিলেট জেলা ও বিভাগ থেকে যারা বাংলাদেশ পোয়েটস ক্লাবের এ প্যাকেজ ট্যুর প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী; তারা 01799782315 অথবা 01993868075 মোবাইল নম্বরে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী আহবান জানিয়েছেন।