ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক বৃদ্ধা সহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্ট: এস.এম.জয়,বগুড়া

বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ- সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।

 

অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘর সহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

গতকাল (১৯শে ফেব্রুয়ারি )সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি মেয়ে জামাইয়ের বাড়িতেই থাকতেন।

 

মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।

 

মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।

 

কলাকোপা গ্রামে শফিকুল বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

 

গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় দেরি হয়।

 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।